কুসিক নির্বাচন: ভোটকেন্দ্রের বাইরে গুলিবিদ্ধ ২
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। শনিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে। দুজন আহত। তবে কার সমর্থক, কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত করে জানি না।’
এদিকে নির্বাচনে অংশ নেওয়া ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার দাবি করেছেন গুলিবিদ্ধ দুজন তার কর্মী। তিনি বলেন, ‘আমার কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বাস প্রতীকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তারা সর্বত্র আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছেন, যাতে আমাদের ভোটারেরা কেন্দ্রে যেতে না পারেন।’
তিনি আরও বলেন, ‘ভোটাররা কেন্দ্রে আসার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকে পথে আছেন। বাস প্রতীকের ক্যাডার ও কুমিল্লার চিহ্নিত ক্যাডাররা পাড়ামহল্লায় ভোটারদের বাধা দিচ্ছে। ৩ নম্বর ওয়ার্ডে জাভেদ কাউন্সিলরের নেতৃত্বে আমার এজেন্টদের ওপর হামলা হয়েছে। সেখানে আহত হয়ে আমার একজন এজেন্ট হাসপাতালে ভর্তি আছেন। অশোকতলা, কুচাইপট্টিসহ বিভিন্ন স্থানে আমারদের এজেন্টদের ঢুকতে বাধা দিয়েছে। আমি গিয়ে এজেন্টদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করেছি।’
এদিকে সিটি করপোরেশনের আওতাধীন ৭২ টি প্রতিষ্ঠানের ১০৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন হচ্ছে। নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য মাঠে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২ প্লাটুন বিজিবি, ২৭ টি র্যাবের টিম,পুলিশের ২৭ টি মোবাইল টীম ও ৯ টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে রয়েছে।
নির্বাচনে ১০৫ টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ২লাখ ৪২ হাজার ৪৫৮ জন। পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২, নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে