বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ ২ পর্যটক নিহত
বান্দরবানে পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটক মারা গেছেন। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফিরোজা বেগম (৫৩) ও জয়নাব খাতুন (২৪)। জয়নাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, হতাহতরা সবাই নারী। তারা ‘ভ্রমণ কন্যা’ নামের একটি সংগঠনের হয়ে কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ প্রসঙ্গে পর্যটকদের গাইড মুনথাং বম সংবাদমাধ্যমকে বলেন, পর্যটক দলটি ক্রেওক্রাডং দেখে ফিরছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। হতাহতদের প্রথমে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা পর্যটকেরা উদ্ধারের চেষ্টা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, একটি জিপ গাড়ি পর্যটক নিয়ে রুমা উপজেলার আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কেওক্রাডং থেকে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সদস্যরাসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ১০ জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে দুই পর্যটকের মৃত্যু ঘটে।
এ ব্যাপারে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি টিম পাঁচটি জিপ গাড়ি নিয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে রুমা উপজেলার বগালেক যায়। পরে তারা শনিবার বগালেক থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ গাড়ি দুর্ঘটনায় পতিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে