২০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
মাছ ধরার সময় নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নদীর মোহনা থেকে ১৫টি ছোট কাঠের নৌকাও নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি।
নাইক্ষ্যংদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সালাম জানান, শাহপরীর দ্বীপের জেলেরা ১৫টি নৌকা নিয়ে নাইক্ষ্যংদিয়ার কাছে মাছ ধরতে গেলে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মির সদস্যরা।
জেলেরা সবাই টেকনাফের বাসিন্দা জানিয়ে তিনি বলেন, বিষয়টি তারা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানিয়েছেন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এর আগে ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরের বাংলাদেশ দিক থেকে ৫৮ জেলেকে তুলে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।
তাদের গুলিতে ওইদিন এক জেলে নিহত ও দুজন আহত হন।
পরদিন মিয়ানমার কর্তৃপক্ষ নিহতের মরদেহসহ দুটি পৃথক দলে জেলেদের ফিরিয়ে দেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে