Views Bangladesh

Views Bangladesh Logo

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে গোলাবারুদে বিস্ফোরণের ঘটনা থেকে সেনা সদস্যরা প্রাণ হারান। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট জানান, কামপং স্পিউ প্রদেশের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবরে তিনি গভীরভাবে শোকাহত। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী হুন মানেটের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

তিনি হতাহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে, সরকার তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সহায়তা দেবে এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। সামাজিক মাধ্যমের একটি পোস্টে দেখা গেছে, একটি ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দুর্ঘটনায় আহত লোকজনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এর আগে ২০০৫ সালে বাটামবাংয়ের কাছে একটি সামরিক অস্ত্র ডিপোতে বিস্ফোরণে পাঁচ কম্বোডিয়ান নিহত ও আরও তিনজন আহত হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ