Views Bangladesh Logo

পরিবর্তন, ইতিহাস ও রেকর্ডের এক যুগান্তকারী বছর

রাজনীতি, অর্থনীতির মতোই ক্রীড়াঙ্গণেও ঘটনাবহুল ছিল ২০২৪ সাল। ক্রিকেট ও ফুটবলে রচিত হয়েছে নতুন ইতিহাস। খেলোয়াড়দের ব্যক্তিগত সাফল্য ও দলগত অর্জনের সাক্ষী হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। ২০২৪ সালের ক্রীড়াঙ্গনের এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মৃতিচারণ নিয়ে সাজানো হলো সালতামামি।

দুই কিংবদন্তির বিদায়:
বছরের শুরুটা হয়েছিল দুই কিংবদন্তিকে হারানোর মধ্য দিয়ে। ফুটবলের দুই মহাতারকা-ব্রাজিলের ‘বুড়ো নেকড়ে’ মারিও জাগালো ও জার্মানির ‘কাইজার’ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার- চিরবিদায় নেন। তাদের প্রস্থান শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়াজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

৫ জানুয়ারি, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারিও জাগালো। খেলোয়াড় ও কোচ- দুই ভূমিকায় বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনকারী ব্যক্তি তিনি। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, আর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেন। বিশ্ব ফুটবলে ব্রাজিলের পরাশক্তি হয়ে ওঠার পেছনে তার অবদান চিরস্মরণীয়।

এর দুদিন পর, ৭ জানুয়ারি বিদায় নেন জার্মান ফুটবলের সম্রাট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছর বয়সে প্রয়াত এই কিংবদন্তি অধিনায়ক ও কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ জয়ের গৌরব এনে দেন। ১৯৭৪ সালে অধিনায়ক ও ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জিতিয়েছেন। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ। বেকেনবাওয়ারের ব্যক্তিগত অর্জনও কম ছিল না। দুইবার জেতেন ব্যালন ডি’অর।

ফের এশিয়া জয় কাতারের:
এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখে কাতার। ফেব্রুয়ারি ১০ এএফসি এশিয়ান কাপের ফাইনালে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে কাতার। লুসাইল স্টেডিয়ামের জমজমাট এই ফাইনালে তিনটি পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে নায়ক বনে যান কাতারের আফিফ। সংযুক্ত আরব আমিরাতে আগেরবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার নিজ মাটিতে শিরোপা জিতে কাতার তাদের শ্রেষ্ঠত্বে নতুন মাত্রা যোগ করে।

আইভরি কোস্টের আফ্রিকা জয়:
এদিকে, মহাদেশীয় ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রাখে আইভরি কোস্ট। আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে আইভরি কোস্ট ২-১ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো তারা মহাদেশীয় শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

ফের অজি আধিপত্য:
বড়দের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দেশটি অধিপত্য ধরে রাখে যুব ক্রিকেটেও। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে তাদের চতুর্থ শিরোপা জয় করে।

ফরচুন বরিশালের ঐতিহাসিক শিরোপা জয়:
পহেলা মার্চে নতুন এক অধ্যায় রচনা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে। তামিম ইকবালের নেতৃত্বে দলটি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বিপিএল শিরোপা নিজেদের ঘরে তোলে।

কেকেআরের তৃতীয় শিরোপা:
ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা ঘরে তোলে কলকাতা নাইট রাইডার্স। ২৬ মের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের দল। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মৌসুমের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক আর টুর্নামেন্টসেরা হন নাইট রাইডার্সেই আরেক তারকা সুনীল নারাইন।

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ১৫তম শিরোপা জয়:
২ জুন লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ২-০ গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করে নিজেদের ১৫তম শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ গোলের মাধ্যমে স্প্যানিশ ক্লাবটি তাদের ইউরোপীয় রাজত্ব পুনরুদ্ধার করে। এই বিজয়ের মাধ্যমে ইউরোপসেরা টুর্নামেন্টে নিজেদের রেকর্ডটা আরো বাড়িয়ে নিল রিয়াল।

লঙ্কান নারীদের এশিয়া বিজয়:
পরাক্রমশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জেতে শ্রীলঙ্কা। ২৮ জুলাই টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে লঙ্কান নারীরা। ভারতের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ৮ বল হাতে রেখে পৌঁছে যায় তারা। এশিয়া কাপের আগের ৮ আসরের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বাংলাদেশও একবার এই আসরের শিরোপা জিতেছিল, ২০১৮ সালে ভারতকে হারিয়ে।

প্যারিস অলিম্পিক:
ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসর। সিন নদীর তীরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হয় ৩৩তম প্যারিস অলিম্পিক গেমস। ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয় স্টেডিয়ামের বাইরে যা ভিন্নতা এবং উত্তেজনা ছড়ায়। গেমস শুরু হয় ২৬ জুলাই এবং শেষ হয় ১১ আগস্ট। এবারের অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে অবস্থান করে যুক্তরাষ্ট্র। ৪০টি স্বর্ণসহ ১২৬টি পদক নিয়ে সেরা হয় তারা। সমান স্বর্ণ জিতলেও চীন ৯১টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। তৃতীয় স্থানে থাকা জাপানের সোনার সংখ্যা ছিল ২০টি।

ইউরোর মুকুট স্পেনের:
ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট ফিরে পায় স্পেন। এবারও ফুটবল ‘ঘরে ফিরল’ না, স্পেন সেই সুযোগ দেয়নি। ১৫ জুলাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্প্যানিশরা ২-১ গোলে ইউরো ফাইনাল জিতে নেয়। নিকো উলিয়ামস ও মিকেল ওইয়ারসাবালের গোলের মাঝে ইংল্যান্ডের একমাত্র গোলটি আসে কোল পালমারের শট থেকে। চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন। এই কীর্তি নেই আর কোনো দলের।

মেসিদের ফের কোপা জয়:
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘরেই গেল কোপা আমেরিকার শিরোপা। এবারের আসরের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসির দল। প্রথম ও দ্বিতীয়ার্ধে গোল শূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। আলবিসেলেস্তেরা ১৬ তম কোপা শিরোপা ঘরে তোলে যা একটি রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার নতুন আক্ষেপ:
ক্রিকেট বিশ্বে দক্ষিণ আফ্রিকা পরিচিত ‘চোকার্স’ হিসেবে। বড় ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভেঙে পড়ার কারণেই তাদেরকে এই নামে ডাকা হয়। দক্ষিণ আফিকা দল এবারো এমন চোকার্সের পরিচয় দিয়েছে। বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটন ওভালের ফাইনালে শেষ ২৮ বলে মাত্র ২৭ রানের দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। তখন উইকেটে ছিলেন মারকুটে দুই ব্যাটার-হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার। এমন পরিস্থিতিতে ম্যাচটি হেরেছে দক্ষিণ আফ্রিকা। তাদেরকে ৭ রানে পরাজিত করে ২০০৭ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে রোহিম শর্মার দল ভারত।


রদ্রির হাতে ব্যালন ডি'অর:
ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামদের হারিয়ে এবার ব্যালন ডি’অরের জিতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। ১৯৬০ সালের পর প্রথম ও সব মিলিয়ে তৃতীয় স্প্যানিশ পুরুষ হিসেবে ব্যালন ডি’অর হাতে নিলেন তিনি।

নারী দলের টানা দ্বিতীয়বার সাফ জয়:
বাংলাদেশ নারী ফুটবল দল নেপালের কাঠমান্ডুতে ৩০ অক্টোবর স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে। এই জয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও মজবুত করল বাংলাদেশ।

হামজা এখন বাংলাদেশের:
বছরের শেষ দিকে এসে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলার এক ভিডিও বার্তায় বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, শিগগিরই দেখা হবে।'


বিসিবিতে পাপন যুগের অবসান:
২১ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। জাতীয় দলের হয়ে খেলা প্রথম ক্রিকেটার হিসেবে এই পদে অধিষ্ঠিত হন তিনি। এর মাধ্যমে বিসিবিতে ১২ বছরের পাপন যুগের অবসান ঘটে। ২০১২ সাল থেকে বিসিবির সভাপতির পদে অধিষ্ঠ ছিলেন পাপন। ৫ আগস্ট সরকার পতনের পর আর বিসিবিতে দেখা যায়নি তাকে। যুব ও ক্রীড়ামন্ত্রীর পদের পাশাপাশি বিসিবির সভাপতির পদও হারান পাপন। দেশের বাইরে থেকেই তিনি নিজের পদত্যাগ পত্র পাঠান তিনি।

বাফুফেতেও বড় পরিবর্তন, সালাউদ্দিনের বিদায়:
অবশেষে অবসান হলো কাজী সালাউদ্দিনের বাফুফে অধ্যায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করেছেন; কিন্তু এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করেননি। ২০০৮ সালে প্রথমবার আমিন আহমেদ চৌধুরীকে হারিয়ে বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০১২, ২০১৬ এবং ২০২০ সালেও তিনি এই পদে আসীন হন। সালাউদ্দিনের পর বাফুফে সভাপতির দায়িত্ব নিয়েছেন তাবিথ আউয়াল। ২৬ অক্টোবর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে সভাপতি নির্বাচিত হন তিনি।

ক্রিকেটে বাংলাদেশের সাফল্য-হতাশার বছর:
২০২৪ সালে সাফল্যের পাশাপাশি ব্যর্থতারও সাক্ষী হয়েছে বাংলাদেশের ক্রিকেট। আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে। টি-টোয়েন্টি ও টেস্টে ভারতের কাছেও হয়েছে হোয়াইটওয়াশ।
৯ দলের মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থানে থেকে বছর শেষ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিলেও কোনো ম্যাচ জিততে পারে না টাইগাররা।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের মাটিতে খেলার জন্য আর দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। ভারতের মাটিতে বাংলাদেশের হয়ে খেললেও দেশে ফেরা নিয়ে জঠিলতা তৈরি হয় আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হওয়া সাকিবের। ২০২৪ সালে নারী ক্রিকেটেও বড় সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ।

এদিকে, বছরের শেষ দিকে অবশ্য সাফল্যের দেখা পায় বাংলাদেশ। গত বছরের মতো এ বছরও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জিতেছে। শেষ দিকে জাতীয় দলও বয়ে আনে বড় অর্জন। তিন ম্যাচের সিরিজে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রচনা করে নতুন ইতিহাস।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ