আবারও বাংলাদেশে আশ্রয় নিল ২০৬ বিজিপি সদস্য
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের আষাঢতলী-জামছড়ি সীমান্তপথে আবারও বাংলাদেশে প্রবেশ করছে মিয়ানমারের ২০৬ জন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য।
সোমবার (১১ মার্চ) সকালে ২৯ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আবছার। এরপর সন্ধ্যায় আরো ১৭৭ বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এদিকে বিজিবির পক্ষ থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম মিয়ানমার থেকে ২০৬ জন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যের আশ্রয় নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে