উত্তর ভারতের ২১ বিমানবন্দর বন্ধ ঘোষণা
ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক অভিযান ও উত্তেজনার কারণে সরকারি নির্দেশে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি বিমানবন্দর ১০ মে সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সংক্রান্ত একটি ‘নোটিস টু এয়ারম্যান’ এর মাধ্যমে এয়ারলাইন্সগুলোকে জানানো হয়েছে।
এরইমধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার এবং কিছু বিদেশি বিমান সংস্থা ওই রুটে ফ্লাইট স্থগিত করেছে।
বিমান সংস্থাগুলো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে—ধর্মশালা, লেহ, জম্মু , শ্রীনগর এবং অমৃতসরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে। এতে যাত্রা, আগমন এবং পরবর্তী ফ্লাইটগুলো প্রভাবিত হতে পারে। যাত্রীদের যথাযথভাবে ভ্রমণ পরিকল্পনা করার এবং ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে বলা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে