Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতীয় ভিসা না পাওয়ায় বিপাকে বাংলাদেশের ২১ শিক্ষার্থী

Tanmay Mondal, Kolkata

তন্ময় মণ্ডল, কলকাতা

শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়তে আসেন বহু বাংলাদেশি শিক্ষার্থী। এরমধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অন্যতম।

আবেদনকারীর সংখ্যা অনেক হলেও এ বছর বাংলাদেশ থেকে ২১ শিক্ষার্থী দেশটির আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তবে ভিসা না পাওয়ায় বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু এসব শিক্ষার্থী।

জানা গেছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির শেষ তারিখ ছিল ২৮ অক্টোবর। কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে সেই তারিখ বাড়িয়ে ২২ নভেম্বর করা হয়েছে। এ সময়ের মধ্যেও তারা ভিসা পাবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ইতিমধ্যে অফার লেটার পাঠানো হয়েছে। অনেকে ভর্তিও হয়েছেন। কিন্তু ভিসা না পাওয়ায় তারা আসতে পারছেন না। এ নিয়ে তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেছেন, ভিসার জন্য বারবার আবেদন করলেও রিজেক্ট করা হচ্ছে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিভাগের চেয়ারম্যান কাজী আলফ্রেড বলেন, ভর্তির সুযোগ পাওয়াদের মধ্যে চারজন ভর্তি হয়েছেন। বাকিরা ভিসা পাচ্ছেন না। ভর্তির তারিখ বাড়ানো হয়েছে ২২ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ও ভারত সরকার এসব শিক্ষার্থীর ভর্তি ভিসা নিয়ে যৌথ উদ্যোগ নিলে সমস্যা কেটে যেতো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ