আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
কান্দাহারের এক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তবে তালেবান সরকার বলছে, তিনজন নিহত হয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এ ব্যাপারে তালেবান সরকার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে কান্দাহার শহরের একটি ব্যাংকের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক বলেন, নিহতদের এবং প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে এই অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল মিরওয়াইসে নিয়ে যাওয়া হয়েছে।
এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এই হামলাটি আফগানিস্তানে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।
কান্দাহার হলো তালেবানদের ক্ষমতার কেন্দ্র, তাদের সর্বোচ্চ কমান্ডারের ঘাঁটি। ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও প্রতি বছর দেশটিতে কয়েক ডজন বোমা হামলা ও আত্মঘাতী হামলা ঘটছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে