মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৫ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় একাধিক অভিযানে বাংলাদেশিসহ মোট ২৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানিয়েছেন, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বাটু পাহাত এলাকায় কর্মীদের আবাসনে অভিযান চালিয়ে ১০৫ জনকে আটক করা হয়, খবর দ্য স্টারের।
সোমবার এক বিবৃতিতে তিনি জানান, জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে বৈধ ওয়ার্ক পারমিট বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বিদেশিরা সেখানে বসবাস করছে। এ অভিযানে ৩২৯ জনকে শনাক্ত করা হয়, যার মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও ভারতের ৯৮ জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার সাতজন নারীকে আটক করা হয়েছে।
এছাড়া, শুক্রবার রাত থেকে শুরু হওয়া পৃথক অভিযানে আরও ১৩০ জন বিদেশি ও দুজন নিয়োগদাতাকে আটক করা হয়।
তিনি আরও জানান, জোহর বারুর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা ও নির্মাণ শ্রমিকদের আবাসন কেন্দ্রসহ ১৮টি স্থানে অভিযান চালিয়ে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, বাটু পাহাত, মারসিং, মুয়ার ও সেগামাট এলাকায় পরিচালিত আরও কিছু অভিযানে ৪০ জন বিদেশি ও দুজন স্থানীয় নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা রয়েছেন।
মোহাম্মদ রুসদি বলেন, আটককৃতদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে তদন্তের জন্য পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে