হাইতিতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৪
হাইতিতে একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল মিরাগোয়ানে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে লিক হওয়া ওই ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিল হতাহতরা।
হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ইমানুয়েল পিয়েরে বার্তা সংস্থা এএফপিকে বলেন, হাইতির মিরাগোয়ানে এই বিস্ফোরণের ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছে, যাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
পিয়েরে আরও বলেন, উদ্ধারকারীরা বিস্ফোরণস্থলের কাছে আরও কয়েকজনের আগুনে পোড়া মরদেহ পাওয়ায় নিহতের সংখ্যা আগের দিনের ১৬ জন থেকে বেড়েছে।
এএফপি জানিয়েছে, এ ঘটনায় আহতদের মিরাগোয়ানের সেন্ট থেরেসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ১৩ জন ৮০ শতাংশের বেশী দগ্ধ হওয়ায় তাদেরকে অন্যত্র স্থানান্তর করা অসম্ভব হয়ে পড়েছে। তবে ছয়জনকে পোর্ট-অ-প্রিন্সের বিশেষজ্ঞ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পিয়েরে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গ্যারি কনিল এই ট্র্যাজেডি মোকাবেলায় একটি জরুরি বৈঠক ডেকেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে