Views Bangladesh Logo

কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে আড়াই কেজি কোকেন জব্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

কুষ্টিয়ায় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আড়াই কেজি কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ মে) ওই কোকেনের চালান জব্দ করে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকালে বিজিবি'র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কোকেনের একটি চালান খুলনার দিকে যাচ্ছে।

ওই তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোর্শেদ রহমানের নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশনে অবস্থান নেয়।

ট্রেনটি জেলার মিরপুর রেল স্টেশনে থামলে বিজিবি টহল দল তল্লাশি চালিয়ে মালিকবিহীন আড়াই কেজি কোকেন জব্দ করে।

এ বিষয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ