Views Bangladesh Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে মহাসড়‌কের ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দিয়েছে। সেতুর পূর্বপ্রান্ত থেকে রাধনা পর্যন্ত গাড়ি ধীর গতিতে চলছিল। ফলে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে।

পুলিশ জানায়, সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১টার পর সেতুর ওপরে একাধিক গাড়ি বিকল হয়। পরে গাড়িগুলো সেতু থেকে সরিয়ে নেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, সোমবার (৮ এপ্রিল) রাত ৯টা থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর পর্যন্ত সেতুতে ১১টি গাড়ি বিকল হয়েছে। ওই গাড়িগুলো অপসারণ করতে সময় লেগেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

এদিকে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা এক দেড় সপ্তাহ আগে পরিকল্পনা নিয়েছি মহাসড়কের ওপর যত্রতত্র কোনো গাড়ি দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে না। এখন তার বাস্তবায়ন করছি। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত আমাদের হাইওয়ে পুলিশ তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স আছে। সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে মনিটরিং করতেছি, যেখানেই অসঙ্গতি পাওয়া যাচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে ৬০ শতাংশের বেশি পোশাক কারখানা ছুটি হয়েছে। শ্রমিকদের একটি বড় চাপ আছে, এ কারণেই গাড়ির সংখ্যা বেশি। কোথাও গাড়ি থেমে নেই, চলছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলছে, কোথাও থেমে নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ