Views Bangladesh Logo

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৭ বস্তা টাকা ও স্বর্ণালঙ্কার

 VB  Desk

ভিবি ডেস্ক

কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ। আর এ মসজিদটির দানবাক্স ও ট্যাঙ্ক থেকে পাওয়া গেল ২৭ বস্তা টাকা। এর সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলো খোলার পর টাকার বস্তাগুলো পাওয়া যায়।

সূত্র আরও জানায়, এখন গণনার কাজ চলছে। আর এই গণনায় অংশ নিয়েছেন প্রায় ২২০ জনের একটি দল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৪ মাস ১০ দিন পর দানবাক্স খুলেছি। ২৭ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।

এর আগে চলতি বছরে পাগলা মসজিদের দানবাক্স চারবার খোলা হয়। এই চারবারে মোট ২১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ১৮১ টাকা পাওয়া যায়। এর পাশাপাশি পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, ডায়মন্ড ও স্বর্ণালঙ্কার। তার আগে গত বছরের ৯ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলোতে পাওয়া যায় ২৩ বস্তা টাকা। এ টাকা গণনা শেষে ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা পাওয়া যায়। এ ছাড়াও একটি ডায়মন্ডের নাকফুলসহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ