Views Bangladesh Logo

তুরস্কে নাইট ক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৯

 VB  Desk

ভিবি ডেস্ক

তুরস্কের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জন নিহত ও একজন আহত হয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা ক্লাবের সংস্কার কাজে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। মঙ্গলবার (২ এপ্রিল) ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবিসি জানায়, নাইট ক্লাবটিতে যখন আগুন লাগে তখন এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা ক্লাবের সংস্কার কাজে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল বলেছেন, স্থানীয় সময় দুপুরের পর ইস্তাম্বুলের একটি ১৬ তলা ভবনের বেসমেন্টে অবস্থিত মাস্কেরেড নাইট ক্লাবটিতে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় নাইট ক্লাবের ম্যানেজার ও সংস্কার ব্যবস্থাপকসহ আটজনকে দায়ী করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র ইকরিম ইমামগোলো বলেছেন, ‘নিয়ম মেনে ক্লাবটি নির্মাণের জন্য আবেদন করেনি। সংস্কার বা নির্মাণের জন্য স্থানীয় পৌরসভার কাছে কোনো আবেদন করা হয়নি। যেহেতু এটি মাটির নিচে ছিল সেহেতু সংস্কার বা নির্মাণ কাজটি দৃশ্যমান ছিল না।’

এ ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন মেয়র ইকরিম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, ‘আমাদের নাগরিকদের মধ্যে যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি ঈশ্বর করুণা করুন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়ার সাথে ফোনালাপের পর এই ট্র্যাজেডি সম্পর্কে অবগত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ