Views Bangladesh Logo

কানাডায় শিখ নেতা হত্যায় ৩ ভারতীয় গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির পুলিশ কর্মকর্তা মনদীপ মুকের বরাত দিয়ে শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

তিনি বলেন, গ্রেপ্তার তিনজন হলেন করণ ব্রার (২২), কমল প্রিত সিং (২২) ও করণ প্রিত সিং (২৮)। তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে কানাডার পুলিশ জানিয়েছে, তারা বিচ্ছিন্নতাবাদী একজন শিখ নেতাকে হত্যার ঘটনায় শুক্রবার তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এই বিষয় নিয়ে ভারতের সাথে কানাডার কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের সাথে ভারত সরকারের যোগসূত্র আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ১৮ জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, নিজ্জর হত্যায় ভারতীয় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে নয়াদিল্লি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ