সুপ্রিম কোর্ট নির্বাচন
মারামারির ঘটনায় ৩ সহকারি অ্যাটর্নি জেনারেল চাকরিচ্যুত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল রোববার আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।
চাকরিচ্যুতরা হলেন–জাকির হোসেন মাসুদ, কাজী বশির ও শ্যামা আক্তার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ ও অ্যাডভোকেট শ্যামা আক্তারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলে ভোটগণনার প্রস্তুতি। আওয়ামী লীগের সাদা ও বিএনপি সমর্থিত নীল প্যানেলসহ সব প্রার্থী এ সময় বার অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন। নীল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা রাতেই ভোটগণনা চাইলেও সাদা প্যানেলের প্রার্থীরা শুক্রবার দিনে গণনার দাবি তোলেন। এতেই শুরু হয় হট্টগোল, হাতাহাতি ও মারামারি।
ভোটগণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফ সিদ্দিকী। শুক্রবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী, বিএনপিপন্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজলসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে