বনানীর তিন রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা
রাজউকের অনুমতি ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র কিছুই না থাকায় রাজধানীর বনানী এলাকার তিনটি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা উত্তর সিটির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
রেস্তোরাঁগুলো হচ্ছে বনানী এলাকার ১৩-সি সড়কের ৪৮-ই প্লটের পাইনউড ও তাজিন নওয়াবি কুইজিন রেস্তোরাঁ এবং পাশের আরেকটি প্লটের টার্কিশ বাজার অ্যান্ড রেস্তোরাঁ। তারা বনানী এলাকার একটি আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানায় সিটি করপোরেশনের কর্মকর্তারা।
তারা আরও জানান, ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি নেই। রেস্তোরাঁ তো কোনোভাবেই চালানোর সুযোগ নেই। আবাসিক ভবন হওয়ার কারণেই তারা ফায়ার সার্ভিসের ছাড়পত্রের জন্যও আবেদন করেনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা উত্তর সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, রেস্তোরাঁগুলোর কোনো কাগজপত্র নেই। রমজান মাস শুরুর বিবেচনায় আপাতত রেস্তোরাঁ তিনটিকে আর্থিক জরিমানা করা হচ্ছে। তাদের আবাসিক ভবন ছেড়ে বাণিজ্যিক ভবনে স্থানান্তর হতে হবে। নতুবা ভবনটিকে বাণিজ্যিক অনুমোদন করাতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে