Views Bangladesh

Views Bangladesh Logo

দুই মাসে তিন মহাপরিচালক পেলো স্বাস্থ্য অধিদপ্তর

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা মো আবু জাফরকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এটি গত দুই মাসে ৩য় মহাপরিচালক নিয়োগ। একই সঙ্গে সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের আগ পর্যন্ত পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।

এর আগে গত ১৯ই আগস্ট ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে সরিয়ে সিডিসি এর পরিচালক ডা. রোবেদ আমীনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়। পদায়নের পর থেকেই বিএনপি সমর্থিত ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই পদায়নের বিরোধিতা করে।

যার ফলে গত ১২ই সেপ্টেম্বরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছিলো
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো: আবু জাফর বিসিএস ১৩ ব্যাচের কর্মকর্তা । তিনি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১৩ই নভেম্বর, ২০১৩ সালে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ