Views Bangladesh

Views Bangladesh Logo

রংপুরে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে ৩ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ার বেগম (৫৫) ও তার ছেলে ইদা মিয়া (৩৫) এবং তোবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।

শাল্টি গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, সকালে দেলোয়ারা বেগমের বাড়ির পাশে সেপটিক ট্যাংক বাড়ানোর কাজ চলছিল। এ সময় মই দিয়ে লাউয়ের পাতা তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যান তিনি। পরে ইদা মিয়াও তার মাকে বাঁচাতে সেপটিক ট্যাংকের ভিতরে যান। তাদের দুজনকে বাঁচাতে ইবলুলও সেপটিক ট্যাঙ্কে নামেন এবং সেখানেই তিনজন মারা যান।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ