Views Bangladesh Logo

এক দিনে হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোকে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত হিটস্ট্রোকে ১০ জন মারা গেছেন। সোমবার (২৯ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হিটস্ট্রোকে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন মারা গেছেন মাদারীপুর জেলায়। আরেকজন মারা গেছেন চট্টগ্রামে। তবে গত এক দিনে হিটস্ট্রোকে আক্রান্ত নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি।

সবমিলিয়ে গত এক সপ্তাহে সারাদেশে হিটস্ট্রোকে ১০ জন মারা গেছেন এবং হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানিয়েছে অধিদপ্তর।

এদিকে সোমবার দেশের চার জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ বইছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এর আগেও সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি উঠেছিল চুয়াডাঙ্গায়।

এমন তীব্র গরমে সারাদেশের জনজীবন বিপর্যস্ত। এতে বিশেষ করে দুর্ভোগের সীমা নেই শ্রমজীবী মানুষের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ