রাজধানীর বাড্ডা থেকে ৬৫ হাত বোমাসহ আটক ৩
রাজধানীর বাড্ডায় টেকপাড়া এলাকায় বোমা তৈরির কারখানা থেকে ৬৫টি হাত বোমাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলেন- ফাহিম রহমান আবদুল্লাহ (২২), মোঃ লিমন (২০) ও আকুল মিয়া (২১)।
বৃহস্পতিবার (২৩ মে) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহ সহকারী পুলিশ সুপার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে র্যাব। তিনজনই একটি জুতার কারখানায় কাজ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের দুই বাসিন্দা মাসুম ও সজিব প্রায় ৮-১০ দিন আগে বিপুল পরিমাণ হস্তনির্মিত বোমা সরবরাহের অর্ডার পান। পরে তারা ফাহিম, লিমন ও আকুলকে ২৬ হাজার টাকায় ভাড়া করে এবং বোমা তৈরির প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, "তারা রাজধানীর বাড্ডা এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে বুধবার সন্ধ্যায় কাজ শুরু করে। তাদের লক্ষ্য ছিল প্রায় ১০০টি বোমা তৈরি করা। তবে, র্যাব তাদের কাজ শেষ করার আগেই ওই স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।”
এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (২২ মে) রাতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই এলাকা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছুলে অভিযান শুরু হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে