জম্মু ও কাশ্মীরে গাড়ি খাদে, তিন ভারতীয় সেনা নিহত
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় সেনাবাহিনীর কনভয় গাড়ি গভীর খাদে পড়ে তিনজন সেনা নিহত হয়েছেন। তারা হলেন, অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।
রোববার (৪ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জম্মু থেকে শ্রীনগরগামী গাড়িবহরের গাড়িটি জাতীয় মহাসড়ক ৪৪-এর ব্যাটারি চশমা এলাকায় গাড়িটি খাদে পড়ে যায়।
ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রচারিত ভিডিওতে দেখা গেছে, হাইওয়ে থেকে ৭০০ ফুট গভীর খাদে পড়ে গেছে গাড়িটি। সৈন্যদের মরদেহ, গাড়ির ধ্বংসাবশেষ এবং কিছু নথি সেখানে পড়ে থাকতে দেখা গেছে। তবে দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে