বরিশালে ‘শৃঙ্খলাভঙ্গের’ দায়ে তিন ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার
‘দলীয় শৃঙ্খলাভঙ্গের’ দায়ে বরিশাল জেলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
তারা হলেন- জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জুবায়ের মাহমুদ এবং মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নেতা ইউসুফ হোসেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে ওই তিন নেতাকে সাময়িক বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করা হলেও তাদের সাথে যোগাযোগ বজায় রাখা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে