চান্দিনায় গাছের সঙ্গে ধাক্কা, তিন বাসযাত্রী নিহত
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। আহত ২৫ জন যাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইন্দ্রারচরে দুর্ঘটনায় পড়া তিশা প্লাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৮২) পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান।
হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী, চান্দিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত সবাই পুরুষ।
উপজেলা হাসপাতালের ডা. সুবল দেবনাথ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে