Views Bangladesh Logo

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু এবং আরও দুজন আহত হয়েছে বলে জানা গেছে।

রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নেতা মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার পর তারা বের হতে না পেরে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আরও মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধার করা তিনজনের মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. রিদুয়ান (৪৫), মো. শাহেদ (১৮) ও ইকবাল (২৬)। তাদের পরিচয় নিশ্চিত করেছে চমেক পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম বলেন, কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজায় অগ্নিকাণ্ডের সময় পাঁচতলার একটি বাসা থেকে হতাহত ব্যক্তিরা বের হতে পারেননি। ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অচেতন হয়ে পড়েন তারা। এ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, চারতলা একটি মার্কেটের দ্বিতীয় তলার এক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজা নামের দুটি ভবন পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেনের রেজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজা নামে দুইটি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে নগরীর আগ্রবাদ, নন্দন কানন, চন্দনপুরা, লামার বাজারসহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।






মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ