Views Bangladesh Logo

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

বান্দরবানের আলীকদম উপজেলায় পিকআপ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী। তারা হলেন মো. বেলাল (৩০), মিনহাজ (১৮) ও মো. সৈয়দ আমিন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩ জনের মৃত্যু হয়।

ওসি মীর্জা জহির উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি (কক্সবাজার ল-১১২৩৮৮) আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ