Views Bangladesh

Views Bangladesh Logo

ফের বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের ৩ সেনা সদস্য

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৩০ মার্চ ২০২৪

বার মিয়ানমার সেনাবাহিনীর ৩ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন।

শনিবার (৩০ মার্চ) ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে পালিয়ে আসেন এই ৩ সদস্য। এ নিয়ে গত তিন সপ্তাহে বিজিপির ১৭৭ ও সেনাবাহিনীর তিন সদস্য পালিয়ে আসেন বলে জানান সীমান্ত এলাকার স্থানীয়রা।

স্থানীয়দের দেওয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, আজ ভোরে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নিলে তাদের বিজিবি নিরস্ত্রীকরণ করে ও পরে হেফাজতে নেয়। ইতোপূর্বে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের সবাইকে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি জোন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। খুব শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ ব্যাপারে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন চৌধুরী জানান, ‘৩ জন পালিয়ে এসে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

এর আগেও একই কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল দেশটির বিজিপি ও সেনাবাহিনীসহ বিভিন্ন বিভাগের ৩৩০ কর্মকর্তা। পরে গত ১৫ ফেব্রুয়ারি দুই ধাপে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ