মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
মুন্সিগঞ্জের নিমতলী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাস চাপা দেয়ায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ‘গোল্ডেন লাইন পরিবহনের’ একটি দ্রুতগতির বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইনের আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাল ফকির এবং মেয়ে আফসানা। তাৎক্ষণিকভাবে অন্য দুই জন নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
হাশড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিল্লালের অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা বেগম অসুস্থ হয়ে পড়ায় পরিবারের ১০ সদস্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে গেলে চালক গাড়ি থামিয়ে মেরামতের চেষ্টা করেন। এসময় কিছু যাত্রী গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ছিলেন, আর কয়েকজন ভেতরে ছিলেন।
এ অবস্থায় পেছন থেকে একটি দ্রুতগতির বাস এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হন, আহত হন আরও সাতজন। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও চারজন মারা যান।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনার পরপর হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করেছে। তবে বাস চালককে আটক করা সম্ভব হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে