সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধসহ আহত ৩০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনের শরীরে ছররা গুলি লেগেছে বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ সংঘর্ষ ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু মিয়া চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কমর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরী (৪২)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দিরাই উপজেলার রাড়ইল গ্রামে আনু মিয়া চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় দুপক্ষে একাধিক পাল্টাপাল্টি মামলা রয়েছে। এই দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের কারণে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই মারামারি, সংঘর্ষ হয়। এসব ঘটনায় অস্ত্রের ব্যবহার দেখা যায়। আজ আনু মিয়ার পক্ষের দায়ের করা একটি অভিযোগের তদন্তে গ্রামে যায় দিরাই থানা-পুলিশ। পুলিশ গ্রাম থেকে ফেরার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রশান্ত কুমার দাস বলেন, ‘আমরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনকে পাঠিয়েছি। তাদের সবার শরীরেই কমবেশি ছররা গুলির আঘাত রয়েছে।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে