Views Bangladesh Logo

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি অভিযানে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রদেশটির লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় অভিযান চালিয়েছে। লাক্কি মারওয়াতে অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত ও ৬ জন আহত হয়েছেন। কারাক জেলায় আরও ৮জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

সেনাবাহিনী আরও জানায়, তাদের তৃতীয় অভিযানটিতে গোষ্ঠীটির নেতাসহ ৪ সন্ত্রাসী নিহত ও দুইজন আহত হয়েছেন।

আইএসপিআরের তথ্যমতে, এই সেনা অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়াও এলাকায় অন্যান্য সন্ত্রাসীদের উপস্থিতি নির্মূল করতে একটি ক্লিয়ারেন্স অপারেশন চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশ থেকে সন্ত্রাসবাদের বিপদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ