দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজারে আগুন, পুড়ল ৩০ দোকান
দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পড় ব্যবসায়ীরা ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।
শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট।
এ ব্যাপারে নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, নরসিংদীর ৬টি ও ঢাকা থেকে ৩টি ইউনিট এসে রাত ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৩০টি মতো দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ প্রসঙ্গে শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, এই বাজারে প্রায় সাড়ে তিন হাজারের মতো দোকান ঘর রয়েছে, যেখানে শুধুমাত্র কাপড় বিক্রি করা হয়। এখন ঈদ মৌসুম তাই ব্যবসায়ীরা পর্যাপ্ত কাপড় নিয়ে বসেছিল ঈদের বেচাকেনার জন্য। এই অবস্থায় এই অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতি হয়ে গেল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে