Views Bangladesh Logo

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

 VB  Desk

ভিবি ডেস্ক

ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২৯ মে)। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১টি উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে। বাকি উপজেলাগুলোতে ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ