Views Bangladesh Logo

সুন্দরবনে আটকে পড়া ৩১ কিশোর পর্যটক উদ্ধার

৯৯-এ কল পেয়ে সুন্দরবনের দুর্গম এলাকা থেকে ৩১ আটকে পড়া কিশোর পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও বনরক্ষীদের যৌথ দল।

বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ আজাদ কবির।

আজাদ কবির জানান, বাগেরহাটের চিতলমারী থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জন পর্যটকের দলটি করমজলে আসে।

বন দফতরকে কিছু না জানিয়েই তাঁরা পায়ে হেঁটে গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলেন। তারা ৯৯৯ নম্বরে ফোন করে দুপুর আড়াইটার দিকে সাহায্য চান।

আজিজুল ইসলাম বলেন, ফোন পাওয়ার পর পুলিশ ও বন বিভাগের একটি যৌথ দল বনের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে করমজলে বাঘসহ অন্যান্য প্রাণীর বিচরণ পায়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এসব পর্যটক যে এলাকায় আটকা পড়েছেন সেখানে সশস্ত্র বনরক্ষী ছাড়া কেউ যান না। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়।

জরুরি কল করা ফেরদৌস বলেন, ‍‍“আমরা উৎসাহ নিয়ে বনের ভেতরে ঢুকেছি। কিন্তু ফেরার পথ খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ