রিমালের আঘাতে ঝুঁকিতে উপকূলের ৩২ লাখ শিশু: ইউনিসেফ
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় অঞ্চলের ৩২ লাখ শিশুসহ ৮৪ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।
সোমবার (২৭ মে) সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে ভোলা, পটুয়াখালী ও বাগেরহাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার অনেক উপজেলা প্লাবিত হয়েছে।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে তারা প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার আশ্রয়কেন্দ্রে বিতরণের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিক্যান, মোবাইল টয়লেট, স্বাস্থবিধি (হাইজিন) ও পরিবারের জন্য উপযোগী (ফ্যামিলি) কিটসহ বিভিন্ন সামগ্রী মজুত রেখেছে তারা।
এ ছাড়াও বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তার জন্য ইউনিসেফের র্যাপিড রেসপন্স টিম প্রস্তুত আছে।
কক্সবাজার ও উপকূলীয় রোহিঙ্গা ক্যাম্পে সহায়তা পোঁছানোর জন্যও তারা কাজ করছে বলেও বিবৃতিতে জানানো হয়।
শেলডন ইয়েট বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে এবং ঘূর্ণিঝড় রিমালের পর থেকে তাদের বেঁচে থাকতে এবং পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে