জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ অভিবাসী নিহত
লোহিত সাগরের জিবুতি উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আট বছর বয়সী এক শিশুসহ অন্তত ৩৩ জন ইথিওপীয় অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ওই নৌকাটিতে ৭৭ জন অভিবাসী ছিলেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) নৌকাযোগে তারা ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ায় যাচ্ছিল। এ সময় মাঝপথে নৌকাডুবির ঘটনা ঘটলে তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়।
বিবিসি জানিয়েছে, এ দুর্ঘটনায় উদ্ধার কর্মীরা ২০ জনের বেশি লোককে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ রয়েছেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, বেঁচে যাওয়া অভিবাসীদের জিবুতি উপকূল থেকে গডোরিয়া শহরে নিয়ে আসার পর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় ফেরত পাঠায়।
এ ব্যাপারে জিবুতির কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ইসে ইয়াহ বলেন, ডুবে যাওয়া নৌকায় যারা ছিলেন তারা ইয়েমেন ছেড়েছেন। কারণ নিজের দেশের চেয়ে সেখানে তাদের জীবন ছিল বড় সংগ্রামের।
জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বারহানু সেগেই এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি বলেন, জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধ ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক। এতে আমরা প্রতিনিয়ত আমাদের নাগরিকদের জীবন হারাচ্ছি।
বিবিসি বলছে, ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকজন প্রায়ই ভালো সুযোগের সন্ধানে জিবুতি এবং ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরবে এবং এর বাইরে অনেক দেশেও যেয়ে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ যুদ্ধের কবলে পড়ে ইয়েমেনে আটকা পড়েন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে