Views Bangladesh Logo

মিয়ানমারের ৩৪ জন সামরিক ও বিজিপি সদস্যকে প্রত্যাবাসন

 VB  Desk

ভিবি ডেস্ক

য়েক মাস আগে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সামরিক ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৪ জন সদস্যকে মিয়ানমারে প্রত্যাবাসন করা হয়েছে।

তাদের সাথে সাজা শেষ করে ফিরে গেছেন দেশটির ছয়জন বেসামরিক নাগরিকও। তাদের পাঁচজন কক্সবাজার কারাগারে এবং একজন পটুয়াখালী কারাগারে ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৭ মে) বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বেসামরিক উড়োজাহাজে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সময় ছিলেন ঢাকায় মিয়ানমার দূতাবাসের কূটনীতিকরা।

রাখাইন রাজ্যে সহিংসতার জেরে ৩৪ জন সামরিক ও বিজিপি সদস্য গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পালিয়ে বান্দরবানের নাইক্ষংছড়িতে আশ্রয় নিয়েছিলেন। এরপর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে ছিলেন তারা।

মিয়ানমার সরকার শনাক্তকরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, কক্সবাজার জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কাস্টমস এবং অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রত্যাবাসন প্রক্রিয়াটি পরিচালিত হয়।

গত বছরও চারটি ধাপে সমুদ্রপথে বিজিপির ৮৭৫ জন সদস্য এবং দেশটির অন্য কর্মীদের মিয়ানমারে প্রত্যাবাসন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ