Views Bangladesh Logo

যশোরে ৩৪০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, ৫৬ হাজার টাকা জরিমানা

শোরে অভিযান চালিয়ে দুটি বাস থেকে জেলি পুশ করা ৩৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত । পরে ওই দুই বাস মালিককে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৩ মার্চ) গভীর রাতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে জব্দকৃত চিংড়ি মাছ ধ্বংস ও জরিমানা করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি নিয়ে যশোরের মনিহার মোড় হয়ে হিমেল সিমান্ত নামক একটি বাস সাতীরা থেকে শেরপুর এবং আরেকটি আসিফ স্পেশাল বাস সাতীরা থেকে রংপুরে যাচ্ছে। এই সংবাদের সত্যতা যাচাই করতে ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশে বুধবার রাত সাড়ে ১০টা থেকে রাত পৌনে ২টা পর্যন্ত মনিহার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ. ফয়সাল তানভীর ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ে র‌্যাবের একটি আভিযানিক দল।

তিনি আরও জানান, অভিযানে ওই দুটি বাস থেকে মোট ১১টি ককসিট ভর্তি আনুমানিক ৩৪০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৪(৪), ৫(৯) লঙ্ঘন করায় হিমেল সিমান্ত (রেজি: নং ঢাকা মেট্রো ব-১১- ২৯১৩) বাসের মালিক সঞ্জয় গুপ্ত লালকে ২৭ হাজার টাকা ও আসিফ স্পেশাল (রেজি: নং রংপুর মেট্রো ব-১১-০০১৩) বাসের মালিক আব্দুল মান্নানকে ২৯ হাজার টাকা, মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুশ করা চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ