বিমানের আসনের নিচে ও শৌচাগারে মিলল বিপুল সোনা
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচে ও শৌচাগার থেকে ২৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন ৩২ কেজির বেশি। এ ছাড়াও ছয়টি ডিম (লিকুইড গোল্ড ১.৫ কেজি) জব্দ করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ৩৪ কেজি স্বর্ণ জব্দ হলো।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি ২৪৮ ফ্লাইটি অবতরণ করার পরপরই বিমানের ভেতরে থাকা যাত্রীদের তল্লাশি শুরু করেন এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। এক পর্যায়ে বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে ২৮০টি স্বর্ণের বার জব্দ করেন তারা। এ ঘটনায় সন্দেহভাজন চার যাত্রীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচংয়ের চাঁদপুর গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মিশফা মিয়া, একই উপজেলার আছকর মিয়ার ছেলে আক্তারুজ্জামান, সিলেটের দক্ষিণ সুরমা কামাল বাজারের নবাগ গ্রামের ইরন মিয়ার ছেলে শানু মিয়া ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বরদমহল গ্রামের মঈনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান।
পরে এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা বিভাগের ক্ষুদে বার্তায় জানানো হয়, সিলেট বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে এবং উড়োজাহাজের টয়লেট থেকে ৩২ কেজি ৬৫ গ্রাম সোনা (২৮০টি বার) এবং ছয়টি ডিম (লিকুইড গোল্ড ১.৫ কেজি) জব্দ করা হয়েছে।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় সন্দেহভাজনদের মধ্যে কারা সোনা পাচারে জড়িত, তার অনুসন্ধান চলছে। পাশাপাশি কী পরিমাণ সোনা জব্দ করা হয়েছে, সেটাও নির্ধারণ করা হচ্ছে। দ্রুত পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে