Views Bangladesh Logo

ভারী বর্ষণ ও ভূমিধসে ভারতের ৪ রাজ্যে নিহত ৩৬

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার ঘূর্ণিঝড় রিমল উত্তরের দিকে সরে গেছে। এরই প্রভাবে ভারতের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ঘটেছে ভূমিধসের ঘটনাও। এসব ঘটনায় মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চার রাজ্যে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা এনডিটিভির খবরে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বর্ষণের ফলে সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত হওয়ায় এই অঞ্চলের আটটি রাজ্যেই স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে মিজোরামেই ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইজল জেলায় খনি ধসে ২১ জন, নাগাল্যান্ডে ৪ জন, আসামে ৩ জন এবং মেঘালয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। এ ছাড়াও দেশটির উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লুমডিং বিভাগের আওতায় নিউ হাফলং-জাটিঙ্গা লামপুর স্টেশন এবং ডিটোকচেরা ইয়ার্ডের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে অনেক ট্রেনের শিউডল বাতিল বা আংশিকভাবে বাতিল এবং যাত্রার সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, নাগাল্যান্ডে বিভিন্ন ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং রাজ্যের বিভিন্ন অংশে ৪০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ(এএসডিএমএ) জানিয়েছে, হতাহতদের মধ্যে আসামের কামরূপ, কামরূপ (মেট্রো) ও মরিগাঁও জেলায় তিনজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এ ছাড়াও শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায় একটি স্কুল বাসের উপর গাছের ডাল ভেঙে পড়ে ১২ জন শিক্ষার্থী আহত হয়। তা ছাড়াও মরিগাঁওয়ে পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

এ বিষয়ে এএসডিএমএ’র কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গাইগাঁও, চিরাং, দারাং, ধুবরি, হোজাই, কামরূপ, কামরূপ মেট্রো, কার্বি আংলং, কোকরাঝাড়, মরিগাঁও, নগাঁও, শোণিতপুর, দক্ষিণ সালমারা এবং পশ্চিম কার্বি আংলং জেলায় ভারী ঝড় হয়েছে।

এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইজলের মেল্টাম ও হ্লিমেনের মধ্যবর্তী খনি এলাকা থেকে এখন পর্যন্ত ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলার সালেম, আইবাউক, লুংসেই, কেলসিহ এবং ফালকওয়ানে ভূমিধসের ঘটনায় ছয়জন মারা গেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে।

এ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ