Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু, শিশু ৩৭

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

হিন্দু সম্প্রদায়ের ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ উৎসবকে কেন্দ্র করে ভারতের বিহারে ৪৬ জন পানিতে ডুবে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিহারের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৭ জন শিশু ও সাত নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পূর্ব ও পশ্চিম চম্পারন, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সরন, পটনা, বৈশালী, মুজাফ্ফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ, আরওয়াল– জেলায় জেলায় উঠেছে কান্নার রোল।

এ ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নিহতদের নিকটাত্মীয়দের চার লাখ রুপি করে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভারতে সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় মায়েরা এই ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ ব্রত পালন করেন। তিন দিনের এই উৎসব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস রাখেন। এদিন সন্তানদের নিয়ে বিহারের বিভিন্ন জলাশয়ে গোসল করতে গিয়েছিলেন মায়েরা। কিন্তু প্রবল বৃষ্টিতে এখন বিহারের প্রায় সব নদীতেই পানির তীব্র স্রোত রয়েছে। সেই স্রোতেই ভেসে গেছে শিশু ও অন্যান্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ