ফিলিপাইনে ভূমিধসে ৩৭ ব্যক্তির প্রাণহানি
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩২ জন আহত এবং এখনও ৭৭ নিখোঁজ রয়েছেন। যদিও উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। তবে তা ক্ষীণ হয়ে আসছে। রোববার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমন খবর জানায়।
এর আগে গত মঙ্গলবার রাতে দাভাও দে ওরো প্রদেশের ম্যাকো শহরের খনিসমৃদ্ধ একটি গ্রামে এই ভূমিধস আঘাত হানে। একটি সোনার খনি থেকে শ্রমিকদের নিয়ে অপেক্ষায় থাকা তিন-চারটি গাড়ি ভূমিধসে চাপা পড়ে।দেশটির সরকারি কর্মকর্তা অ্যাডওয়ার্ড ম্যাকাপিলি জানান, ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আগে ছিল ২৮। এ ঘটনায় মোট ৭৭ জন নিখোঁজ রয়েছে এবং ৩২ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।
ম্যাকাপিলি আরও বলেন, ভূমিধসের পর ৩০০-এর বেশি মানুষ উদ্ধারকাজে যোগ দেয়। কিন্তু ভারী বৃষ্টিপাত, ঘন কাদা ও পুনরায় ভূমিধসের আশঙ্কায় অভিযান ভেস্তে যায়। তবে রবিবার আবার উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা এখনও কেউ জীবিত আছে কি না, জানতে চাইলে অ্যাডওয়ার্ড বলেন, এখনও যদি কেউ বেঁচে থাকে, সেটা হবে অলৌকিক ঘটনা। তারপরও উদ্ধার অভিযান চলমান থাকবে।
উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, যদিও এটি এখন কঠিন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুষলধারে হওয়া বৃষ্টি দাভাও দে ওরোয় বন্যা ও ভূমিধসের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত শুক্রবার এএফপি জানিয়েছে, উদ্ধারকাজে ভারী সরঞ্জাম ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। তবে যেখানেই সম্ভাবনা দেখছেন, সেখানে তারা খালি হাত ও শাবল ব্যবহার করছেন। জীবিতদের উদ্ধারকাজে স্নিফার কুকুরও ব্যবহার করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে