Views Bangladesh Logo

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত জ্বালানি বন্দরে মার্কিন হামলা, নিহত ৩৮

শ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের চালানো বড় ধরনের হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘আল মাসিরাহ’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান-সমর্থিত হুথিদের ওপর মার্কিন সেনাবাহিনীর সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে এটিকে অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।

আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর এই হামলার মূল লক্ষ্য ছিল হুথি বিদ্রোহীদের জ্বালানি সরবরাহ বন্ধ করা। হামলার সময় বন্দরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে মার্কিন বাহিনী। এতে ৩৮ জন নিহত হওয়ার পাশপাশি ১০২ জন আহত হন।

হামলায় হতাহতের বিষয়ে হুথিদের পক্ষ থেকে এই তথ্য জানানো হলেও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এক্সে দেয়া এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা।

উল্লেখ্য, গত মাস থেকে হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান চলবে।

২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তারা দাবি করছে, গাজা যুদ্ধের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

তবে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় সাময়িকভাবে হামলা বন্ধ রেখেছিল হুথিরা। কিন্তু গত মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন আবার শুরু হলে তারা ফের হামলার হুমকি দেয়। যদিও বর্তমানে কোনো হামলার দায় স্বীকার করেনি হুথিরা।

হুথি কর্মকর্তারা আরও জানান, এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের দুই দিনের অভিযানে ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন, জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই হামলাকে হুথিদের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক পদক্ষেপগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ