রোজার আগেই ভারত থেকে আসবে পেঁয়াজ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।
তিনি আরও জানান, তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। রোজার আগেই পেঁয়াজ আমদানি শুরু হবে।
উল্লেখ্য, ভারত সরকার গত ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশসহ অন্যান্য দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে বর্তমানে ১০৫ থেকে ১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে