Views Bangladesh

Views Bangladesh Logo

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৩৯ অভিবাসীর মৃত্যু: জাতিসংঘ

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১১ জুন ২০২৪

য়েমেন উপকূলে দুই শতাধিক অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানায় জাতিসংঘের একটি সংস্থা।

সোমবারের এ দুর্ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, ‘ইয়েমেন উপকূলে দুঃখজনক ঘটনা ঘটে। গতকাল ২৬০ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবে গেছে। এতে ৩৯ জন নিহত, ১৫০ জন নিখোঁজ আর প্রাণে বেঁচে গেছেন ৭১ জন।’

তবে পোস্টটিতে অভিবাসীদের জাতীয়তা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মঙ্গলবার আইওএম জানিয়েছে, তারা জীবিতদের তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে।

প্রসঙ্গত, সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্বল অর্থনৈতিক সম্ভাবনা থেকে বাঁচার জন্য প্রতি বছর হর্ন অব আফ্রিকা থেকে হাজার হাজার অভিবাসী লোহিত সাগর পাড়ি দিয়ে আরব দেশে পৌঁছানোর চেষ্টা করছেন।

গত এপ্রিলে জিবুতি উপকূলে দুই সপ্তাহের ব্যবধানে দুটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েক ডজন মানুষ মারা যায়।

সে সময় আইওএম জানিয়েছিল, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এই অভিবাসন রুটে মোট ১ হাজার ৩৫০ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

শুধুমাত্র ২০২৩ সালেই এই রুটে অন্তত ৬৯৮ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে নিখোঁজ রয়েছেন ১০৫ জন।

যেসব অভিবাসী সফলভাবে ইয়েমেনে পৌঁছায় তারা প্রায়ই আরও হুমকির সম্মুখীন হচ্ছে। আরব উপ-দ্বীপের দরিদ্রতম এই দেশটি এক দশক ধরে গৃহযুদ্ধে নিমজ্জিত।

অনেকে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় আরব দেশে পৌঁছানোর চেষ্টা করছেন। যেখানে তারা শ্রমিক বা গৃহকর্মী হিসাবে কাজ করতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ