Views Bangladesh Logo

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে মহানগরীর বন্দর থানাধীন আগ্রাবাদ অংশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) এবং নয়ন (৩১)। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, আগ্রাবাদ ইসলাম ব্যাংক হাসপাতালের সামনে নালার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। দেখে তাদের অবস্থা আশঙ্কাজনক মনে হচ্ছে। এক ব্যাংক কর্মকর্তা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ