Views Bangladesh Logo

মুন্সিগঞ্জে ভবনে আগুন, একই পরিবারের দগ্ধ ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

মুন্সিগঞ্জ পৌরশহরে একটি ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ওই ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রিজভী, তার স্ত্রী রোজিনা, মা শাহেদা খাতুন ও ছেলে রায়ান। এদের মধ্যে শাহেদা খাতুনের অবস্থা গুরুতর। চারজনকেই ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে ভবনের পঞ্চম তলায় বিকট শব্দ শোনা যায়। এ সময় একটি ফ্ল্যাটে আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ১০ মিনিটে আগুন নির্বাপণ করলেও পুড়ে যায় ঘরের আসবাবপত্র। দগ্ধ হন ফ্ল্যাটের চার বাসিন্দা।

মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবু ইউসুফ সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। এ সময় একজন নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর। ইলেকট্রনিক কোনো ডিভাইসের বিস্ফোরণেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ