পশ্চিমবঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশুসহ নিহত ৭
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা এলাকার ঢোলাঘাট গ্রামে একটি বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে চার শিশু ও দুইজন নারী রয়েছেন।
ওই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদমাধ্যম পিটিআইকে জানান, ইতোমধ্যে সব মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের ধারণা, ওই বাড়িতে দুটি গ্যাস সিলিন্ডার ছিল এবং সেখানে রাখা আতশবাজি থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে