যুক্তরাষ্ট্রে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রে বন্দুকযুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন চারজন। সোমবার (২৯ এপ্রিল) দেশটির নর্থ ক্যারোলিনা রাজ্যের শার্লট শহরে এ গোলাগোলির ঘটনাটি ঘটে।
নর্থ ক্যারোলিনার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা সিএনএন।
এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট আটজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সেই সঙ্গে গুলিবর্ষণের ঘটনাটিকে 'খুবই দুঃখজনক' বলে বর্ণনা করেন তিনি।
তিনি আরও বলেন, মার্কিন মার্শাল টাস্ক ফোর্সের কর্মকর্তারা যখন অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সেখানে গিয়েছিলেন তখন গ্যালওয়ে ড্রাইভের ৫০০০ ব্লকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্মকর্তারা গুলিবর্ষণের শিকার হলে তারাও পাল্টা গুলি চালায়। এতে ওই ব্লকের অপরাধীর বাড়ির সামনের উঠোনে সন্দেহভাজন একজন পুলিশের গুলিতে মারা যান।
পুলিশ প্রধান বলেন, পুলিশ কর্মকর্তারা ওই বাসভবনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ছোড়া গুলিবর্ষণের শিকার হন তারা। এতে মার্শাল টাস্ক ফোর্সের তিন সদস্য নিহত হন।
সিএনএনকে দেয়া এক বিবৃতিতে ইউএস মার্শাল সার্ভিস নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে একজন ডেপুটি মার্কিন মার্শাল ছিলেন।
নর্থ ক্যারোলিনার বয়স্ক সংশোধন বিভাগের সেক্রেটারি টড ইশি জানিয়েছেন, অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন-স্যাম পোলোচি ও অ্যালডেন এলিয়ট। তারা রাজ্যের বয়স্ক সংশোধন বিভাগের হয়ে কাজ করতেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে