বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪
বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার (৯ জুন) ভোর পৌনে চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুরর উপজেলার বেতগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদরের সুত্রাপুর এলাকার শামীম হাসান (৪৫), একই জেলার নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান (৩৮), ঢাকা মিরপুরের বাসিন্দা হৃদয় (২২) ও নীলফামারির ডোমার উপজেলার জেসমিন (৩৫)।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. লালন হোসেন জানান, মরদেহগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে আছে। আর আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, শাহ ফতেহ আলী নামে একটি বাস ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে বেতগাড়ি এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সেই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ওসি আব্বাস আলী জানান, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহনে থাকা লোকজনই হতাহতের শিকার হয়েছেন। বাস ও কাভার্ডভ্যান তাদের হেফাজতে রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে